মোরগ পোলাও (morog polao recipe in bengali)
মোরগ পোলাও (morog polao recipe in bengali)
উপকরণ
৫০০ গ্রাম বাসমতী চাল
৮০০ গ্রাম হাড় বিহীন মুরগীর মাংস
১ টা পেঁয়াজ কুচি
২টেবিল চামচ টকদই
১ টেবিল চামচ আদা রসুন বাটা
১ চা চামচ জিরা গুঁড়া
২ চা চামচ গোটা গরম মশলা
১ চা চামচ মিঠা আতর
স্বাদ মত নুন ও চিনি
প্রয়োজন অনুযায়ী তেল
রান্নার নির্দেশ সমূহ
ধাপ 1
চাল ৭০% সেদ্ধ করে নিন এবং জল ঝরিয়ে নিন
ধাপ 2
একটি পাত্রে তেল গরম করে তাতে পেঁয়াজ কুচি দিয়ে ভাজুন নুন দিয়ে
ধাপ 3
মুরগীর মাংস নুন ও টকদই মিশিয়ে নিন এবং ভাল করে ভাজুন
ধাপ 4
লাল লঙ্কার গুঁড়ো ও জিরা গুঁড়া দিয়ে মিশিয়ে নিন
ধাপ 5
বাসমতী চালের ভাত দিয়ে দিন এবং ভাল করে মিশিয়ে আতর দিয়ে দিন
ধাপ 6
বাটা দিয়ে দিন এবং কম আঁচে রান্না করুন
চিনি দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নিন এবং পরিবেশন করুন
Comments
Post a Comment